এগত্তরে বাজন, ফারগত মরন - হধাগান যুগে যুগে বে’ক জাদর আর্য্য মানেইয়ুনে হোই যেয়োন। এই সময়ত বে’ক হিঝু যেক্কে আমা ধগর চিগোন জাত্তুনোর সাদাঙা, সেক্কে বাজিবের এগাতারা দারু অহ্লদে আহ্দে-আহ্ত ধরি বুকপাদি ঠিয়েই উধোনা।
মাত্তর ..... আমি ভালক ভুলোনত্থুন ধরি দেঝে-বিদেঝে ছিদি পচ্ছেই। সেনে সেনে ভাক ওয়েই আনক্যা, তোঙতোঙ্যা, দৈংনাক্যা। বাংলাদেচ্যা, তিবুরা কুল্যা, মিজোরাম্যা, অরুনাচল্যা। লারে লারে রেগাভুও পুঘে খার, মনর বান সজ অহ্র। মঘর, মুজুরমানর, বাঙালর, মিজোর ছাবাত্তলে থাগদে থাগদে নিজর আরাঙ ধক্কান হেধক্যা এল’ সিয়েন শুনিলে পশ্চনর সান লাগে। পর মানুজে নিজোর জাগাত তেঙেরা বেড়ি দিলাক। রেদোর ঘুমোত আহ্মত্তল ভাজেই দিলাক গধা পানিয়ে। শুনো যার দেঝকুলোর খাগাড়াছুড়ি জেলার হন’ হন’ বামর চাঙমাঘুন ভিলে ইক্কুনু খৃষ্টান অহ্দন। পাধা-পাধিগরি ধুনো-ধুনি চলে অনসুর। ..... ফারগর অসুখ ভালক বাবদর। মাত্তর দারু ?
এক্কা এক্কা গরি আমিয়ো হোচ্চের। প্রধীর তালুকদারে রেগা বানেয়ে ভারত-বাংলাদেঝে। রঞ্জিত দেবান, জ্যাসিদাঘির গীদো র’ ঈধু সঙ লুঙিলগি। বীরব্রত বানিলো ধর্মর রেগা। নন্দপাল ভান্তে লুঙেই দিলঘি বনভান্তের ধর্ম সদক। অনিরুদ্ধ বানিলো চাঙমা লেঘার বান মিজোরামর লঘে। জয়ন চাঙমার বলাবলে চাঙমা লেঘা ইক্কুনু আমার আঙুলো মাধাত। বৈদ্যনানুদাঘির হরলা বইয়র পাদাত্থুন কম্পিউটারর ঝকঝক্যা স্ক্রীনত। যেন আহ্জার আহ্জার বঝর পুরোনী মিশরর মমি সোরান পেল’ পোতপোত্যা বেলর সদগত। যিয়ে, যিয়ে হোই পায় ‘মাত্তর .... এঝ’ ভালুদ্দুর পধ বাগি .....।’
বাত্তো পেঘে খবর দিলো চাঙমা গাবুচ্যা-গাবুরী জধা বদদন। মিজোরামর চাঙমা গাবুচ্যা জধার ধেলা লুঙেল্লি তিবুরা সঙ। ধেলায় শিঙোর গারেই পারিবঘি ধ ? দ’সোচ্ছে ঘর সামালাদে গিরিভো দরমর’ লাগে। পিজোরর হধা সিঙোবার তেম্মাঙরে লঙেদ’ চায়। পরেধি আমি যাতে হোই ন’পেই, মানে-সম্মানে বেলক অহ্নাগান ভালা এল। ইন্ধি শুনো যার গদা পিত্থিমির তোঙতোঙ্যাগুনো এক গুধিত বজিনেই এগত্তরর তালিক তোগেবাক। তোগেই পেভাকনি ?
মাদি, ডিসেম্বর, ২০১০, আট্য বঝর, নাদা-৫৭
No comments:
Post a Comment