বিঝুত আমি আহ্জি-রঙ্গে দিন হাদেবঙ। সঙ-সমাজ্যে মিলিবোঙ। দুরোদুরিত যিঘুন থেই নিজ নিজ আদামর ঘরত এভঙ। বাপ-মা, ভেই-বোন্নোই মিলিবোঙ। ইত্য-সহুদুমে মিলিবোঙ। পুরোন বেক চিগোন-চাগোন মন বিজিরা-বিজিরি, বন্নাম গরাহ্-গরিহ্ পুরিহ্ ফেলেনেই নুও জিংহানির বাক আগুলেবার মনঝুক গরিবোঙ।
বিঝুত আমি তবনা গরিবোঙ বেঘর জিংহানি ভরি উধোক তজিম সুঘে। বেঘর সুঘেই নিজর সুঘ। চেরোপালা আগুন বাঝেই দিলে নিজর ঘরানো আগুনে লেহ্বায়। আগুনে নানু ন চিনে। সেনত্তেই বিঝুত আমি বানাহ্ বার দেঘেবাত্যাই জিদেজিত্যা গরি গোরবা-গোরবিরে দামী দামী ‘কোল্ড ড্রিঙ্কস্’ ’ ‘হট ড্রিঙ্কস্’-র বদল নহ্ গজেবঙ। লগে থেব’ আমার পোচপানার নরম আহ্দে বানেয়ে বিনি পিধে, সান্যে পিধেয়ো। বিঝু আমার দানর দিন। সেনত্যেই বেঘ’ আগে পোত্যে মাধান আমি কুরোহ্ আধার দান দেনার মধ্যেদি বিঝু দিন্নো ফাঙ গরিই। সারা দিন আমি দান গরিই - সুওত গুরো-গুরি ন লাগে, জাত-বেজাত ন লাগে। সে দানর ফলানরে গারুহ্ গরিবাত্যাই হিঝু শীলো যে আমার পালা পরিবো এ হধাগান আমি পুরিহ্ ন ফেলেবঙ্গোই।
বিঝুত আমার মনত উধে - পিত্থিমির যে যে হনাত থেদঙ সাত - আমি চাঙমা। জাদর সুধোম-সংস্কৃতিরে পোতপোত্যা গরিভার দিন আমার ইভ্যা। জাগায় জাগায় আমার বিঝু অক্তত বিঝু মেলা, বিঝু পালনী, সাংস্কৃতিক উৎসব - ইয়েনিত আমার নাচ, গীত, হাহ্রা - এ শিঙোরানি দরহ্মরহ্ গরিভার আরকানি নেযেবঙ। চিগোন-ডাঙর জধায় হধাআলাম ফগদাঙ গরি আমার ভাষাগানরে বলবলা গরিবোঙ। বিঝুদিন - মিলিবার দিন। এ দিন্নোত আমি বেঘে মিলি তেম্মাঙ গরিবোঙ - আমাহ্ জাত্তোরে হিঙিরি ধর্ম, শিক্ষে, অর্থনীতি, রাজনীতি - এ বেক হিত্যাধি তজিমপুরো গরিবোঙ।
মাদি, এপ্রিল, ২০১০, আট্য বঝর, নাদা - ৪৯
No comments:
Post a Comment