লাম্বা-বাধি ভেজালত হয় জন চাঙমার পরান জেয়ে ? মান্যে-নমান্যে ভেজালত হয় জন চাঙমায় পরান দিলাক ? ইজেপ ছাড়া। বানা সংস্কার-অসংস্কার ভেজালত, আরম্ভ অহ্দে-নঅহ্দে, এক্কান বেসরকারী ইজেপ মজিম ইক্কুনু সঙ ২৫ জন চাঙমার পরান জেয়ে। সালে আন্দাচ গরি পারা যায় মান্যে-নমান্যে আ লাম্বা-বাধি ভেজালত হয় জন চাঙমা দালি দ্যে জেয়োন।
আজলে ইয়েনর থুম হুধু ? মারা-মারি গরি হি মারা-মারি থুম অয় ? ইউপিডিএফ মনে গরে সন্তু লারমার জেএসএস জেধক দিন থেব’ সেধকদিন হিল চাদিগাঙর জুম্মোগুনোর দুঘোর দিন থুম ন অহ্ব’। ইন্ধি জেএসএস মনে গরে, ইউপিডিএফ-রে ভিদে ন তুলোনা সঙ দেঝর হাম গমে-দালে গরি পারা জেদ’ নয়। যদি পুঝোর গরা অয়, দুও দলে যদি জাদর হাম গত্তাক চা’ন সালে হেত্তেই এক লঘে বা জুদো গরি জা ধগে তে গরি ন পারন ? এ পুঝোরানর দুও দলর জবাব এগই - আমিদ’ গরিভার চে’ই। তারানা আগে আমা মানুচ্ছুন মারা আরম্ভ গচ্ছোন।
বাংলাধি একখান দাঘ’ হধা আঘে, ইচ্ছে থেলে উবোয় নিহ্গিলে। সালে আমার এগত্তরর পধ হিত্যেই ন নিহ্গিলে ? নাহি আমি নিজেই সে পত্থান নাদি থেই ? তারা একজন মারিলে আমি দি জন মারিই। যদি আমা জে মানুচ্ছো তারা লঘে হোচ্ছে বাঝেয়ে, তারে পিদিদোঙ, সালে হি মারামারি ন থামিলুন ? আঝলে ম হধা মানেদে সিবেরে মুই মানুচ ভাবঙর, আ ন মানেেেদ সিবেরে ভাবঙর এহ্মানত্তুনো অদ্দরম। তে মরিলে আমনর হি, বরঙ তে মরিলে দেচ আ জাদত্তেই গম।
এই যে মারামারির রাজনীতি, নিজে থুম ন গরিলে হন’ দিন থুম অহ্দ’ নয়। আঝলে, আমি মনে গরিই, মারামারি থুম গরিবার মনঝুক গমেদালে একবারো নেজা ন অহ্য়। জিয়েন ওয়ে সিয়েন অহ্লদে, ভেজাল সির নেজেবার তেম্মাঙর আন্দলে নিজো দল্লোরে বলবলা গরিবার চুবুলি। আমি যদি ধরি নেজেই যে, মারদে মারদে ইক্কো দলীর, সে জেএসএস বা ইউপিডিএফ যে হন’ দল ওক, ভেক্কুন শেচ ওলাক, গদা দেঝত ইক্কোয়ো নেই আর, সালে হি ভেয়ে ভেয়ে মারামারি থুম অহ্ল’ ? দরমর’ গরি হোই পারা যায়, না হন’ দিন নয়। বিজক সিয়েন ন হয়। ইক্কুনুর ভেজালান আহ্ত্যার দিনেই থুম গরিলে যেয়ান্যে গরি লাম্বা-বাধি ভেজালর বিজিত্তুন মান্যে-নমান্যে ভেজালর চারা গেজেয়ে, ঠিক সেয়ান্যেগরি মান্যে-নমান্যে ভেজালর বিজিত্তুনো জুদো নাঙে এগই ভেজাল মাধা তুলিবো।
সেনত্তেই, জুদো ধগর সমাধান তোগেদ’ গেলে বাংলাদেচর চরম রাচনীতির সুধোমর লগে শান্তিবাহিনীর সামরিক মানসিকতার মিঝেলে ইক্কুনু যে রাচনৈতিক ধারাবো দেচকুলোত বলবলা ওয়ে সিয়েনরে বদলেবার দরকার আঘে। লগে ইয়েনো মনত রাঘা পরিবো, এক জনে আধু সঙ লামিলে আরেকজনে যদি ফার সঙ ন লামে সালে বুঝিবোঙ ভেজাল সির নেজেবার মনঝুক হারত্তুন নেই।
মাদি, মে, ২০১১, ন’ বঝর, নাদা-৬২
No comments:
Post a Comment