Wednesday, November 14, 2018

চাঙমা হধাসিরি


১. ঈশ্বর না করুন।
God forbid.
ভগবানে সিত্তুর নহ্ দেঘোক।

২. উঠি কি পড়ি।
Helter-skelter./Hurry-scurry.
চিলেং-ভিত্তেং। / ইদিং-বিদিং।

৩. উঠে পড়ে লাগা।
To be up and doing.
ভাত-পানিহ্ ইরি।

৪. উত্তম মধ্যম দেওয়া।
To beat black and blue.
পিধিত পরানা।

৫. উপর-পড়া হওয়া।
To interfere/To be obtrusive.
খদা-উদুচ্যে।

৬. ভাঙা রেকর্ড বাজানো।
To harp on the same string.
এক কধা ঘজি ঘজি।

৭. এক কাঠি সরেশ।
Worse than that.
সিত্তুন বেচ/এক হাব উগুরে।

৮. এক চুল এদিক ওদিক নয়।
Pound of flesh.
এক নক্কুনিয়ো বেচ-কম নেই।

৯. একটুও না ঘুমানো।
Not to have a wink of sleep.
দি চোঘো পাদা এক নেই।

১০. একে চায়, আরে পায়।
One sows, another reaps.
পেচ্চে কুলকুলায়, কুরোল্যে মাধাত সোনাত্তুক।

১১. ঔষধে ধরেছে।
The medicine has taken effect.
তালিক্কো লাক্কে।

১২. কলকে না পাওয়া।
To play second fiddle.
পাত্তা নহ্ পানা।

১৩. কাজ গুছাইয়া লওয়া।
To feather one’s nest.
নিজ গাত্তো কুরোনাহ্/নিজো আলুভো হুরোনা।

১৪. কাল পূর্ণ হইলে।
In the fullness of time.
অক্থ মজিম।

১৫. কাহারও উন্নতিতে বাধা হওয়া।
To put a spoke to one’s wheel.
কারর পধর পাদরিহ্ গাচ অহ্না।

১৬. কাহারও ভিটায় ঘু ঘু চরানো।
To ruin one.
ঘরত কালা উই তুলি দেনা।

১৭. কি জ্বালা !
How disgusting.
কি চিচ্জোত।

১৮. কুছ পরোয়া নেই।
Never mind.
ইয়েনি কিচ্ছু নয়।

১৯. কুলে বাতি দেওয়া।
To increase the prestige of a family.
গোঝা-গুত্থির মু অজল গরি দেনা।

২০. কেঁচে গণ্ডুষ করা।
To start again from the beginning.
উল্লোফিরি নুহ্ক্কুরুগোত।

২১. খড়ের আগুন।
Easy to flare up and easy to extinguish.
বেধ’ আছ্যর আঘুন।

২২. খালি পেটে।
On an empty stomach.
পেত লেহ্লেচ্চে।

২৩. খেয়ে দেয়ে কাজ নেই।
To kill time.
ভুত্তো গোরু ধুমো দেনা।

২৪. গঙ্গা মুখো পা।
To have one foot in the grave.
অনসুর মরঙ মরঙ/ইক্কু জাঙ জাঙ।

২৫. গড্ডালিকা প্রবাহ।
Blind imitation.
অহ্রিঙ’ লঘে চঙরা পাগল।

২৬. ঘাগি লোক।
Old bird.
সাত বিল চরি এক বিলত দুও শুগেয়ে।

২৭. ঘোড়ার ডিম।
Mare’s nest.
মালাহ্ শুগোরো বডা।

২৮. চক্ষের পুতলি।
Apple of the eye.
নোনেয়ে চিৎকত্থা।

২৯. চর্ব্য চুয্য লেহ্য পেয়।
Dainties of all kinds.
এহ্রায়-মাঝে/হি হেবে সেল্লে বাপ।

৩০. চাল বাড়ন্ত।
Food has run short.
চোল বাড়ি এজানাহ্/চোল্লেই চরত বাজানাহ্।

৩১. চুলোয় যাক।
Hang it / Prediction take thy soul.
যে ওহ্বার ওহ্ক।

৩২. চোখ কপালে তোলা।
To be utterly amazed.
আমঘ’ উগুরে চোদু।

৩৩. চোখ বুলানো।
To run one’s eyes over.
মাধায় মাধায় রিনি চানাহ্।

৩৪. চোখে-মুখে কথা বলা।
To be very smart and fluent.
মুওয়-দাদে/থাচ থাচ হধা।

৩৫. চোখের বালি।
Eye-sore.
তদাত বাচ্ছে আহ্র।

৩৬. জগা খিচুরি পাকানো।
To make a mess of the whole thing.
জন-জাগুলুক।

৩৭. জড়ানো লেখা।
Running hand.
লিপ্যে-পুছ্যে লেঘা।

৩৮. জিবে জল সরা।
To covet.
লেত্য ফেলানা।

৩৯. ঝাড়া হাত পা।
Free from encumbrances.
সারাল্যে।

৪০. ঝিনঝিনি ধরা।
To have pins and needles.
সন-মরানা।

৪১. ট্যাঁ-ফোঁ না করা।
Not to contradict or protest.
বুব গরি থানা।

৪২. ডান হাতের কাজ।
Taking meals.
দিভ্যা মাধাত লনাহ্।

৪৩. ডুমুরের ফুল।
Rare object.
চাঙ ফুল/ঘিলে ফুল।

৪৪. তোমার বয়সের গাছ পাথর নাই।
Your age exceeds all count.
কয় যুগোর পেজা উধিচ নেই।

৪৫. তোমার সর্বনাশ হউক।
May the wrath of Heaven confound you.
এক্কেরে ভিদে উধিচ।

৪৬. দুমুখো সাপ।
Double dealer.
সাপ ওহ্নেই খুদোনা, অঝা ওহ্নেই ঝারানা।

৪৭. ননীর পুতুল।
Frail / Brittle.
ধনিয়ে ঘরর ননিয়ে পুও।

৪৮. নাটের গুরু।
Wire-puller.
অঝা বান্দর।

৪৯. নাদুস-নুদুস।
Roly-poly.
পক্তা-মক্তা / গায়ে-গদরে।

৫০. পটল তোলা।
To kick the bucket.
গাঙ কুলে যানা।

৫১. পড়তে পায় না।
To have a great demand.
তাগা-তাগি।

৫২. ফোড়ন দেওয়া।
Egg on.
তাল দেনা।

৫৩. মুখের গ্রাস কেড়ে নেওয়া।
To snatch away one’s bread.
বাড়া ভাত পই কারিহ্ নেযানা।

৫৪. মোড়ল সাজা।
To play first fiddle.
কার্বারি চেদানা।

৫৫. যখন তখন।
In season and out of season.
যেক্কে-পায়/সদিন-বারিঝে।

৫৬. সে অনেক কথা।
It is a long story.
সিয়েন কধ গেলে এক লাঙেল।

৫৭. হাতে এক পয়সাও নেই।
Not a shot in the locker.
আদত রাঙা পঝেবোয়ো নেই।

৫৮. সেই এক কথা।
The same old story.
ঘজি ঘজি উগুরিগো পশ্চন।

৫৯. আদা জল খেয়ে লাগা।
Trying hard.
কমর বানিহ্ লামানা।

No comments:

Post a Comment

KEYBOARD LAYOUT OF CHAKMA FONTS : A COMPARATIVE STUDY

The most used Chakma fonts in India are Chakma(SuJayan) created by Dangu Er. Jayan Chakma and Sujoy Chakma and Punongjun created by Dangu...